উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-
পাট বীজ বপনে গম গাছ
অনেক দিন আগের কথা। তখন নাসির গাজীর বাল্যকাল ছিল। তখনও অবশ্য তার বুদ্ধি, জ্ঞান, বিচক্ষণতা ছিল অতুলনীয়। কিন্তু তখন তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তির কর্মচারী।
একদিন তার মালিক একটি জমি চাষ করে তাতে গম বীজ বপন করতে বললেন। কিছুদিন পর মালিক তার গম ক্ষেত কেমন হয়েছে- তা দেখার জন্য গেলেন। ক্ষেতে গিয়ে তো তিনি অবাক দেখলেন- জমি পাট গাছে পরিপূর্ণ হয়ে রয়েছে।
তখন তিনি তার গোলাম নাসির গাজীকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন,
- কি ব্যাপার, আমি না তোমাকে গম বীজ বপন করতে বলেছিলাম? কিন্তু তুমি গমের পরিবর্তে পাট বীজ বপন করেছ কেন? অবশ্যই তোমাকে আমার হুকুম অমান্য করার দরুণ শাস্তি পেতে হবে।
- নাসির গাজী বললেন, আমি তো মনে করেছিলাম, পাট বীজ বপন করলে তাতেই গম ফলবে।
- মনিব বললেন, এতদিন তোমাকে খুব চালাক ও বুদ্ধিমান মনে করতাম। এখন দেখছি- তুমি নির্বোধ ও মুর্খ ছাড়া কিছুই নও। আরে বেওকুফ! পাট বীজে গম ফলবে- একথা তুমি কেমনে চিন্তা করলে?
এবার নাসির গাজী বললেন, হুজুর! আমার এহেন আশার কারণ এই যে, আমি দেখতে পাচ্ছি- আপনি দৈনন্দিন বড় বড় গুনাহের কাজ করেও মনে মনে পরকালে বেহেশত পাওয়ার আশা করে থাকেন। ঐ বেহেশত পাওয়া যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আমি আপনার গোলাম হয়ে পাট বীজ বপন করলে, গম ফলবে না কেন? আমার আর আপনার আশা কি বরাবর নয়? নাসির গাজীর মুখে একথা শ্রবণ করে মনিব চমকে উঠলেন। তার ভ্রান্তির নিন্দ্রা মুহুর্তের মধ্যে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন নাসির গাজী আমার ভুল ভাঙ্গার জন্যই এই কাজ করেছে। তাই তিনি নাসির গাজীর খুব প্রশংসা করলেন এবং আনন্দের আবেগে নাসির গাজীকে পুরস্কৃত করলেন।
নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ
- এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
- জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
- মূল্যবান সম্পদ ➜ পড়ুন
- আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
- মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
- ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
- একসাথে দু’জন ➜ পড়ুন
- হতবাক ইহুদি ➜ পড়ুন
- উচিত বিচার ➜ পড়ুন
- তিন টাকার সদাই ➜ পড়ুন
- বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
- ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
- পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
- সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
- চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
- ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
- দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
- সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
- আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
- দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
- অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
- পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
- কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা