Friday, January 10, 2025

ঈসা (আঃ) সম্পর্কে খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্মের বিশ্বাসসমূহ পর্যালোচনা করুন৷

প্রশ্ন: ঈসা (আঃ) সম্পর্কে খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্মের বিশ্বাসসমূহ পর্যালোচনা করুন৷ বিষয়: IST-511 : Study of Religions (Islam, Buddhism, Hinduism, Judaism, Christianity) কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (১ম পর্ব)



ভূমিকা

খ্রিস্টধর্ম খ্রিস্টীয় ১ম শতকে উৎপত্তি লাভ করা একটি একেশ্বরবাদী ধর্ম। যা মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক গালীল অঞ্চলের ধর্মপ্রচারক নাসরতের যিশুর জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠা লাভ করে। যিশুকে প্রদত্ত উপাধি ‘খ্রিস্ট’ অনুযায়ী এই ধর্মকে খ্রিস্টধর্ম এবং এর অনুসারীদের খ্রিস্টান বলা হয়। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল। প্রকৃতপক্ষে বাইবেল হলো গ্রন্থসমগ্র। খ্রিস্টানেরা এক ঈশ্বরে বিশ্বাস করে; তারা আরও বিশ্বাস করে যে যিশু ইশ্বরের পুত্র ও মানব জাতির ত্রাতা যার আগমন বাইবেলের পুরাতন নিয়ম অংশে পূর্বব্যক্ত হয়েছিল এবং নূতন নিয়ম অংশে পুনর্ব্যক্ত হয়েছে। 

ঈসা (আঃ) সম্পর্কে খ্রিষ্ট ধর্মীয় বিশ্বাস

ঈসা (আলাইহিস সালাম) সম্পর্কে খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসগুলো নিচে আলোচনা করা হলো-

  • খ্রিস্টান ধর্মে ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করা হয়। আল্লাহ তা‘আলা, হযরত ঈসা ‘আলাইহিস সালাম এবং ‘পাক রুহ’ এই তিন ঐশ্বরিক সত্তার সমষ্টিই খোদা। এই তিনের প্রত্যেকেই আবার স্বতন্ত্র সত্তার অধিকারী।’ পাক রুহ দ্বারা পিতা ও পুত্রের জীবন ও ভালোবাসার গুণকে বুঝানো হয়ে থাকে। অর্থাৎ এ গুণের মাধ্যমে পিতা পুত্রকে এবং পুত্র পিতাকে ভালোবাসে।
  • খ্রিস্টান ধর্মীয় ভাষায়, একজন ঈশ্বর বিদ্যমান, সম্পূর্ণ পৃথক তিনজন ভিন্ন ভিন্ন ব্যক্তি বিদ্যমান, পিতা, পুত্র ও পবিত্র আত্মা। তিনজনের প্রত্যেক ব্যক্তিই ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রআত্মা ঈশ্বর। পিতা পুত্র নন, পুত্র পবিত্র আত্মা নন, পিতা পবিত্র আত্মা নন।
  • বর্তমান খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিজেদেরকে হযরত ঈসা (আলাইহিস সালাম) এর অনুসারী দাবী করে থাকেন। কিন্তু তাদের ধর্মগ্রন্থ বাইবেলের বর্ণনা দ্বারা বর্তমান খ্রিস্ট সমাজ হযরত ঈসা আলাইহিস সালামের নয়; বরং সেন্ট পলের অনুসারী বলে প্রতীয়মান হয়। প্রচলিত খ্রিস্টধর্মের সঙ্গে বাইবেলে বর্ণিত ঈসা ‘আলাইহিস সালামের কথা ও কাজের সঙ্গে বেশ বৈসাদৃস্য লক্ষ করা যায়। পল ছিলেন বিত্তশালী রোমীয় পিতার সন্তান। তিনি ছিলেন উচ্চশিক্ষিত। রোমীয়, গ্রীক পৌত্তলিকদের প্রভাবে প্রভাবিত হয়ে সেন্ট পল রোমান, গ্রীক অবিশ্বাসী ও দার্শনিক প্লেটোর মতবাদকে হযরত ঈসা ‘আলাইহিস সালাম আনীত মূল-শিক্ষার মধ্যে অনুপ্রবেশ ঘটান। এভাবে তার হাতে খ্রিস্টধর্ম একইসঙ্গে গ্রীক, পুরান, রোমীয় উপকথা, মিশরীয়, প্লেটোর দর্শন, সন্ন্যাসধর্ম প্রভৃতি মতবাদের সমন্বিত রূপে পরিণত হয়।
  • হযরত ঈসা (আলাইহিস সালাম) সম্পর্কে খ্রিস্টধর্মে এ বিশ্বাস পোষণ করা হয় যে, যীশু তথা ঈসা (আলাইহিস সালাম)-কে ক্রুশকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। যীশু ক্রুশকাষ্ঠে প্রাণ দিয়ে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন।
  • খ্রিস্টানরা হযরত মূসা ‘আলাইহিস সালামের শরী‘আতকে অস্বীকার করে। তাদের মতে, “ব্যবস্থা (শরী‘আত) ত ক্রোধ (খোদার গজব) সাধন করে; কিন্তু যেখানে ব্যবস্থা নাই, সেখানে ব্যবস্থা লঙ্ঘনও নাই।”।
  • খ্রিস্টান ধর্মে পাপমোচন বিশ্বাস রয়েছে। খ্রিস্টধর্ম মতে, আদম (আলাইহিস সালাম) নিষিদ্ধ গাছের ফল খেয়ে পাপ করেছেন। সেই সূত্রে তাদের ঔরসজাত পৃথিবীর সকল মানুষ আদম (আলাইহিস সালাম) এর পাপের ভাগিদার হয়ে পৃথিবীতে পাপীরূপে জন্মগ্রহণ করে। তাদের এ পাপ মোচনের কোনো পথ ছিলো না। সেজন্য যীশু শূলিকাষ্ঠে জীবন দিয়ে সকলের পক্ষ থেকে সেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন। খ্রিস্টানরা তাদের এ বিশ্বাসকে ব্যাপ্টাইজ নামে অভিহিত করে। যে ব্যক্তি এ ‘ব্যাপ্টাইজ বিশ্বাস’ ধারণ করবে, সে সম্পূর্ণ পাপমুক্ত হয়ে যাবে। আর এর দ্বারা তার শুধু আদিপাপই মোচন হবে না; বরং সেই পাপের সাথে আরো যতো পাপ সে করেছে, সব মোচন হয়ে যাবে। পক্ষান্তরে যারা এ বিশ্বাস ধারণ করবে না, তাদের সেই পাপ থেকে মুক্তি মিলবে না।

ঈসা (আঃ) সম্পর্কে ইসলাম ধর্মীয় বিশ্বাস

হযরত ঈসা (আলাইহিস সালাম) সম্পর্কে ইসলাম ধর্মীয় বিশ্বাস নিম্নে আলোচনা করা হলো-

কুরআন-হাদীসের আলোকে হযরত ঈসা (আলাইহিস সালাম) সম্পর্কে মুসলমানদের বিশ্বাস হলো- তিনি দুনিয়াতে স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, শত্রুদের হাতে নিহতও হননি; বরং মহান আল্লাহ তাঁকে শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করে সশরীরে সুস্থ অবস্থায় মাত্র ৩৩ বছর বয়সে আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহুর্তে তিনি বর্তমান ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে আসমান হতে অবতীর্ণ হবেন। আমাদের নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শরীআতের উপর আমল করবেন এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। তার সময়েই পঙ্গপালের ন্যায় ইয়াজুজ-মাজুজের আগমন ঘটবে এবং একসময় তারা ধ্বংসও হয়ে যাবে। এরপর পৃথিবীতে অনেক বরকত হবে। পরিশেষে হযরত ঈসা (আলাইহিস সালাম) স্বাভাবিক মৃত্যু বরণ করবেন।

মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা মায়িদার ১৬ নম্বর আয়াতে ইরশাদ করেন-

وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (117)

অর্থ: “যখন আল্লাহ বলবেন- হে ঈসা ইবনে মারইয়াম! আপনি কি মানুষকে বলেছিলেন যে, তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার মাকে উপাস্যরূপে গ্রহণ করো? তিনি বলবেন, এ কথা থেকে আপনি পবিত্র, আমার জন্য এটা কী করে সম্ভব যে, আমি এমন কথা বলি-যার অধিকার আমার নেই? যদি আমি সে কথা বলে থাকতাম, তাহলে আপনি অবশ্যই তা জানতেন। আপনি জানেন যা আমার অন্তরে আছে, কিন্তু আপনার গুপ্ত বিষয় আমি জানি না। নিশ্চয় আপনি যাবতীয় গুপ্ত বিষয়ে পরিপূর্ণ জ্ঞানী। আমি তাদেরকে কিছুই বলিনি সেই কথা ছাড়া, যা আপনি আমাকে বলতে নির্দেশ দিয়েছেন; তা এই যে, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার এবং তোমাদের প্রতিপালক। আর আমি তাদের বিষয়ে প্রত্যক্ষকারী ছিলাম যতোদিন তাদের মধ্যে উপস্থিত ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে তুলে নিয়েছেন, তখন স্বয়ং আপনিই তাদের তত্ত্বাবধায়ক ছিলেন। আর আপনি-তো সর্ববিষয়েই পূর্ণ প্রত্যক্ষকারী।”

আল্লাহ তা‘আলা ত্রিত্ববাদে বিশ্বাসীদের ভয়ানক শাস্তি সম্পর্কে হুঁশিয়ার করে পবিত্র কোরআনের সূরা মায়িদার ৭৩ নম্বর আয়াতে বলেন-

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

অর্থ: “তারা নিঃসন্দেহে কাফির হয়ে গিয়েছে যারা বলে, ‘আল্লাহ তিনজনের তৃতীয়জন’। অথচ এক ইলাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তারা যদি তাদের এ কথা থেকে বিরত না হয় আর তাদের মধ্যে যারা কুফরিতে লিপ্ত হয়েছে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।”

হযরত ঈসা ‘আলাইহিস সালাম খোদা নন, বরং তিনি মহান আল্লাহর বান্দা। এ সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কোরআন মাজিদের সূরা যুখরুফ এর ৫৯ নম্বর আয়াতে বলেন-

إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ

অর্থ: তিনি (হযরত ঈসা ‘আলাইহিস সালাম) তো আমার একজন বান্দা, যার প্রতি আমি অনুগ্রহ করেছি।

হযরত ঈসা ‘আলাইহিস সালামের হত্যা প্রচেষ্টার ঘটনা প্রসঙ্গে পবিত্র কুরআনের সূরা নিসা এর ১৫৬ ও ১৫৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-

وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِيْهِ لَفِي شَكٍّ مِّنْهُ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِيْنًا، بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا

অর্থ: তারা তাকে হত্যাও করেনি, শূলেও চড়াতে পারেনি, বরং তাদের বিভ্রম হয়েছিলো। নিশ্চয়ই মতভেদকারীরা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিলো। এ ব্যাপারে তাদের কাছে নিশ্চিত কোনো জ্ঞান ছিলো না কল্পনার অনুসরণ করা ছাড়া। অবশ্যই তারা তাকে হত্যা করেনি। বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ পরাক্রমশালী ও হিকমতওয়ালা।

উপসংহার

ঈসা (আলাইহিস সালাম) সম্পর্কে খ্রিস্টান ধর্ম ও ইসলাম ধর্মের বর্ণনার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। হযরত আদম ‘আলাইহিস সালাম পাপী ছিলেন না এবং তিনি ও তার স্ত্রী হযরত হাউওয়া আলাইহাস সালাম কোনক্রমেই পাপী নন। আদম সন্তান পৃথিবীতে পাপী হয়ে জন্মগ্রহণ করে না। বরং সকল শিশু নিষ্পাপরূপে জন্মগ্রহণ করে। পাপ হয় পাপের কাজ করার দ্বারা। এক্ষেত্রে নিজে পাপ না করলে, অন্যের পাপের কারণে তাকে পাপী বলা যায় না। কেননা, একের পাপ অন্যের উপর বর্তায় না। পাপমোচনের অনবদ্য ব্যবস্থা হলো তাওবা করা এবং সৎকর্ম করা। মানুষ তাওবা ও সৎকর্মের দ্বারা পাপ থেকে ক্ষমা পেয়ে শাস্তিমুক্ত হতে পারে।



সম্ভাব্য প্রশ্ন এবং উত্তরসমূহ (এমএ ইন ইসলামিক স্টাডিজ)

• IST-507 : Study of Al-Hadith (Al-Mishkat Al-Masabih: Al-Iman, AlILM and Al-Salat (Selected Hadith) • IST-508 : Principles and History of Hadith literature • IST-509 : Muslim Personal Law and Law of Inheritance in Islam • IST-510 : Banking and Insurance in Islam • IST-511 : Study of Religions (Islam, Buddhism, Hinduism, Judaism, Christianity) • IST-512 : Muslim Contribution to science and technology

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles