Thursday, July 4, 2024
Homeইসলামলাল ও সবুজ চাদরের মালিকানা | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

লাল ও সবুজ চাদরের মালিকানা | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-



লাল ও সবুজ চাদরের মালিকানা

সে অনেক দিন আগের কথা। কোন এক দেশে ছিলেন এক ন্যায়বিচারক বাদশাহ। তিনি স্বীয় রাজ্য শাসন করতেন অত্যন্ত ন্যায়-নীতির মাধ্যমে। যার দরুণ তাঁর রাজ্যে কোন রকম অশান্তি ছিল না। তবে তাঁর রাজ্যে কোন রকম অশান্তি ছিল না। তবে তাঁর বুদ্ধিতে ছিল কিছুটা ঘাটতি। একবার তার রাজ্যে ঘটল এক অবাক কান্ড। আর তা হলো—দুই ব্যক্তি দু’টি চাদর নিয়ে ঝগড়া করছে। যার একটি লাল আর অন্যটি সবুজ। সবুজ চাদরটি নতুন থাকায় তারা উভয়ে সেটিকে নিজের বলে দাবী করছে।

এমতাবস্থায় উভয়ে সিদ্ধান্তে পৌঁছার জন্য সেই ন্যায়বিচারক রাজার দরবারে বিচার প্রার্থনা করলো। যখন বাদশাহ তাদের ১ম ব্যক্তিকে বললেন- তোমার চাদরের কিছু আলামত বর্ণনা কর, তখন সে বলল- আমার চাদরটি নতুন, তাই তাতে কোন ছেঁড়া বা পোড়ার দাগ নেই। অতপর ২য় ব্যক্তিকে চাদরের আলামত জিজ্ঞাসা করা হলে সেও অনুরূপই উত্তর দিরো।

এবার বাদশাহ তো পড়লেন মহাবিপাকে। তিনি ভাবতে লাগলেন- হায়! আমি এক ন্যায়বিচারক বাদশাহ, আর আমার রাজ্যেই বিচার প্রার্থীদের একজন অন্যায়ভাবে ঠকবে। এ যে হতে-ই পারে না।

এমন সময় বাদশাহর হঠাৎ মনে পড়ে গেল সেই বুদ্ধিরাজ নাসির গাজীর কথা। বাদশাহ তৎক্ষণাত ডেকে সংবাদ পাঠালেন নাসির গাজীর কাছে। ততক্ষণে গাজী সাহেব উপস্থিত।

গাজী সাহেবকে দেখেই বাদশাহ অত্যানন্দে মেতে উঠলেন এবং বলতে লাগলেন- আসুন গাজী সাহেব, বসুন। আমি এক বিচারের রায় নিয়ে বেজায় দ্বিধা-দ্বন্দ্বে ভূগছি, আপনার বুদ্ধিমত্তাই কেবল দিতে পারবে সেই বিচারের সমাধান।

অতঃপর গাজী সাহেবের নিকট উক্ত বিচারপ্রার্থীদের সমস্যা ব্যক্ত করা হলে তিনি একটি চিরুনী আনার জন্য নির্দেশ দিলেন। চিরুনী আনা হলে, গাজী সাহেব প্রথম ব্যক্তির মাথা আচড়ালেন। তারপর অন্য ব্যক্তির মাথা আচড়ালেন। এতে দেখা গেল-যথাক্রমে লাল ও সবুজ পশম বেরিয়ে আসল। তখন গাজী সাহেব প্রথম ব্যক্তিকে লাল চাদর ও অপর ব্যক্তিকে সবুজ চাদর দিয়ে দিলেন। ন্যায়-বিচারক বাদশাহ নাসির গাজীর এই নিঁখুত বিচারকান্ড প্রত্যক্ষ করে অত্যন্ত খুশি হয়ে তাকে অনেক উপহার দিলেন।

নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ

  • এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
  • জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
  • মূল্যবান সম্পদ ➜ পড়ুন
  • আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
  • মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
  • ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
  • একসাথে দু’জন ➜ পড়ুন
  • হতবাক ইহুদি ➜ পড়ুন
  • উচিত বিচার ➜ পড়ুন
  • তিন টাকার সদাই ➜ পড়ুন
  • বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
  • ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
  • পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
  • সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
  • চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
  • ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
  • দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
  • সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
  • আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
  • দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
  • অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
  • পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
  • কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা
x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments