হারানো জিনিস ফিরে পাওয়ার আমল
‘আমলে কোরআনী’ হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) রচিত একটি আমালিয়াতের কিতাব। এতে মানবজীবনের অজস্র সমস্যার কুরআনিক সমাধানের কথা উল্লেখ করা হয়েছে। এতে মানবজীবনের সব ধরনের বালা-মুছিবত ও রোগ-ব্যাধি হতে মুক্তি, ব্যবসা- বাণিজ্য ও রুজী-রোজগারে বরকত, মামলা-মোকাদ্দমায় জয়লাভ, শত্রু ও হিংস্র প্রাণীর আক্রমণ হতে নিরাপত্তা, চোর-ডাকাতের উপদ্রব ও কীট-পতঙ্গের অনিষ্ট নিবারণ, জ্বিন-ভূতের আসর ইত্যাদি অসংখ্য বিষয়ে কুরআনের আয়াত দ্বারা আমলের এক অনন্য নির্ভরযোগ্য কিতাব। এই কিতাব থেকে এখানে বিভিন্ন সমস্যার বিষয়ে উল্লেখ করা হলো-
হারানো জিনিস ফিরে পাওয়ার আমল
ۙ الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَۃٌ ۙ قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَ ﴿۱۵۶﴾
কেউ যদি এই আয়াত অর্থাৎ পবিত্র আল কুরআনুল কারীমের সূরা বাকারার ১৫৬ নম্বর আয়াত পাঠ করে, তাহলে হয়তো হারানো বস্তুটি পেয়ে যাবে অথবা এর চেয়ে উত্তম জিনিস পাবে- ইনশাআল্লাহ।
আমলে কোরআনীতে বর্ণিত আমলগুলো
• • • •