উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-
বানরকে শায়েস্তা করার বুদ্ধি
এক গ্রামে বাস করত এক টুপি ব্যবসায়ী। সে গ্রামে গ্রামে ঘুরে টুপি বিক্রি করত। একদা সে টুপিবিক্রি করার জন্য টুপি ভর্তি ঝুড়ি মাথায় নিয়ে কোন এক গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হল। হাঁটতে হাঁটতে তার শরীর ক্লান্ত হয়ে গেল। অতঃপর সে বিশ্রাম নেয়ার জন্য রাস্তার পাশে একটি গাছের নীচে বসল।
সেই গাছে ছিল একদল দুই বানর। বানরগুলো তাকে দেখে খিল খিল করে হাসতে লাগল। কিন্তু ব্যবসায়ীর সেদিকে কোন লক্ষ্যই ছিল না। কেননা, সে ছিল পরিশ্রান্ত। তাই গাছের ছায়ায় বসা মাত্রই মৃদ্যু মন্দ বাতাসে তার চোখে তন্দ্রা এসে গেল। হঠাৎ তার অজান্তে দু’চোখ লেগে গেল।
এই সুযোগে বানর বাহিনী গাছ থেকে নেমে ঝুড়ি হতে সবগুলো টুপি নিয়ে আবার গাছে উঠে গেল। তারা নিজ নিজ টুপি মাথায় দিয়ে এক ডাল থেকে অন্য ডালে লাফালাফি করতে লাগল এবং খিল খিল করে হাসতে লাগল।
বানরদের খিল খিল শব্দে ব্যবসায়ীর ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে উঠে ঝুড়িকে শূন্য অবস্থায় দেখে তার দু’চোখ কপালে উঠে গেল। হায়! হায়! আমার এতগুলো টুপি কে নিয়ে গেল? অস্থিরতায় এদিক-সেদিক ছুটাছুটি করতে লাগল ব্যবসায়ী। ব্যবসায়ীর এই অবস্থা দেখে বানরগুলো আরো জোরে হাসতে লাগল। হাসির শব্দ শুনে ব্যবসায়ী উপরের দিকে তাকাতেই তার চোখে পড়ল- মুসল্লী বেশে টুপি মাথায় একদল বানর এক ডাল হতে অন্য ডালে লাফালাফি করছে।
এখন ব্যবসায়ী পড়ে গেল মহাচিন্তায়। কিভাবে টুপিগুলো উদ্ধার করা যায়? তাই সে বানরগুলোর দিকে ঢিল ছুড়তে লাগল। কিন্তু কোন কাজ হল না। বরং বানরগুলো ডাল ভেঙ্গে পাল্টা আক্রমণ করতে লাগল। অবস্থা বেগতিক দেখে ব্যবসায়ী কিছুদুর গিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল।
এমন সময় বুদ্ধির রাজা নাসির গাজী এই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। গাজী সাহেবকে দেখে ব্যবসায়ীর কিছুটা সাহস সঞ্চার হল। গাজী সাহেব কাছে আসলে সে তাকে বিস্তারিত সব বুঝিয়ে বলল। সব শুনে গাজী সাহেব হেসে বললেন- আরে ভাই! এত চিন্তা করছেন কেন? শুনুন, আমি যখন আমার টুপিটি মাথা থেকে ফেলে দেব, তখন আপনার মাথার টুপিটিও দূরে নিক্ষেপ করে দিবেন। এই বলে নাসির গাজী টুপিটি ফেলে দিলেন। ব্যবসায়ীও টুপিটি নাসির গাজীর কথামত দূরে নিক্ষেপ করল। আজব কান্ড! সাথে সাথে তাদের দেখাদেখি বানরগুলোও নিজ নিজ টুপি নিচের দিকে নিক্ষেপ করে দিল। ব্যবসায়ী তার টুপিগুলো ফিরে পেয়ে যারপর নাই খুশী হয়ে নাসির গাজীকে ধন্যবাদ জানাল। ব্যবসায়ী ঝুড়ি মাথায় নিয়ে নাসির গাজীকে সালাম করে তার বুদ্ধির প্রশংসা করতে করতে টুপি বিক্রির জন্য গ্রামে চলে গেল।
নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ
- এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
- জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
- মূল্যবান সম্পদ ➜ পড়ুন
- আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
- মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
- ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
- একসাথে দু’জন ➜ পড়ুন
- হতবাক ইহুদি ➜ পড়ুন
- উচিত বিচার ➜ পড়ুন
- তিন টাকার সদাই ➜ পড়ুন
- বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
- ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
- পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
- সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
- চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
- ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
- দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
- সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
- আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
- দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
- অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
- পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
- কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা