Saturday, January 18, 2025

বাদশাহ’র দেখা স্বপ্নের প্রতিশোধ | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-



বাদশাহ’র দেখা স্বপ্নের প্রতিশোধ

কথার মারপ্যাচে নাসির গাজীর কাছে বাদশাহ বারবার হেরে যাচ্ছেন। বাদশার পক্ষে কোন ভাবেই গাজীকে হারানো সম্ভব হচ্ছে না। বরং উল্টো নাসির গাজী তাঁকে সুকৌশলে অপমান করে বসে।

কিন্তু এত অপমান তো আর সহ্য করা যায় না। তাই অপমানের সমুচিত জবাব দিতে বাদশাহ নাসির গাজীকে নিয়ে একদিন ভ্রমণে বের হলেন।

ঘুরতে ঘুরতে দু’জনে একটি নদীর কূলে এসে উপনীত হলেন। ক্লান্তিতে বসে পড়লেন নদীর ধারে। বিশ্রামের পর বাদশাহ নিজেই প্রথমে আলাপ শুরু করলেন।

নাসির গাজীকে উদ্দেশ্য করে বাদশাহ বললেন- জানো গাজী, গত রাতে আমি খুব মজার একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি- আমরা দু’জনে একটি নদী কূল ঘেঁষে হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে দেখি পাশাপাশি দু’টি নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে। নদী দু’টির একটি মধু দ্বারা পরিপূর্ণ এবং অন্যটি প্রস্রাব-পায়খানা দ্বারা ভরপুর। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে, স্বপ্নে দেখি-সেই পায়খানার নদীতে নেমে তুমি সাতার কাটছো, আর আমি মধুর নদীতে নেমে সাঁতরে বেড়াচ্ছি।

নাসির গাজী ব্যাপারটা বুঝতে পেরে বলল- ও, সে কথা? কিন্তু জানেন মহাশয়, আশ্চর্যের ব্যাপার হচ্ছে- সেই একই স্বপ্ন গত রাতে আমিও দেখেছি। তবে আমি আরেকটু বেশী দেখে ফেলেছি এই যা। বাদশাহ বললেন- তুমি কী দেখেছো?

নাসির গাজী বলল, আমি দেখেছি- মধুর নদীতে আপনি আর পায়খানার নদীতে আমি নেমে সাঁতার কাটছি। কিছুক্ষণ সাঁতার কাটার পর দু’জনেই নদী থেকে উঠে পড়লাম। তীরে ওঠে আমি আপনার শরীর চেটে চেটে খাচ্ছি আর আপনি আমার শরীর চেটে চেটে খাচ্ছেন। নাসির গাজীর উপস্থিত বুদ্ধি দেখে বাদশাহর তো আক্কেল গুড়ুম।

নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ

  • এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
  • জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
  • মূল্যবান সম্পদ ➜ পড়ুন
  • আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
  • মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
  • ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
  • একসাথে দু’জন ➜ পড়ুন
  • হতবাক ইহুদি ➜ পড়ুন
  • উচিত বিচার ➜ পড়ুন
  • তিন টাকার সদাই ➜ পড়ুন
  • বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
  • ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
  • পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
  • সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
  • চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
  • ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
  • দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
  • সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
  • আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
  • দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
  • অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
  • পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
  • কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles