উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-
চকচকে পাঁচশ’ টাকার নোট দেখিয়ে পরিশোধ
একদা নাসির গাজীর গ্রামে এক মুসাফির এলো। সে অনেক দূর থেকে এসেছে তাই সে ক্লান্ত। তার হাতে ছিল একটি রুটির পোটলা। সে রুটিগুলো খাওয়ার জন্য বসার জায়গা খুঁজতে লাগল। এমন সময় সে একটি হোটেল দেখতে পেল। মুসাফির হোটেলে প্রবেশ করে রুটিগুলো খেতে বসল।
মুসাফিরের কাছে কোন টাকা-পয়সা ও তরকারী ছিল না। আর ঐ হোটেলে ছিল ভালো ভালো তরকারী। সেগুলোর ঘ্রাণ শুকে শুকে মুসাফির রুটিগুলো খেতে লাগল।
এদিকে হোটেলের মালিক ছিল খু-উ-ব লোভী। সে এই ঘটনা আঁচ করতে পেরে ঐ মুসাফিরের দিকে তাকিয়ে ব্যাপারটি লক্ষ্য রাখল।
মুসাফির খাওয়া-দাওয়া শেষ হলে হোটেল থেকে যখন বের হতে চাইল, তখন হোটেলের মালিক তাকে ডেকে বলল, দাম না দিয়ে কোথায় যাচ্ছেন? মুসাফির বলল, কিসের দাম? আমিতো আপনার দোকান থেকে কিছু খাইনি।
- কেন? ঐ যে দেখলাম, আপনি তরকারীর ঘ্রাণ শুকছেন, আর জিহ্বা বের করে স্বাদ নিচ্ছেন?
- আমি শুধু আপনার দোকানের তরকারীর ঘ্রাণ শুঁকে শুঁকে আমার রুটিগুলো খেয়েছি। এতে আপনার কোন কিছু তো খাইনি।
- আপনাকে তারই দাম দিতে হবে।
এভাবে তাদের মাঝে বিভেদ বেঁধে গেল। তা দেখে দূর থেকে নাসির গাজী এসে বলল, কি হয়েছে ভাই? তখন মুসাফির সমস্ত ঘটনা খুলে বলল ।
নাসির গাজী সব শুনে হোটেল ওয়ালাকে বলল- ঠিক আছে, আমি তার দাম দিয়ে দিচ্ছি। একথা বলে নাসির গাজী পকেট থেকে একটা পাঁচশ’ টাকার নোট বের করে হোটেল ওয়ালার চোখের চার পাশে ঘুরিয়ে দেখাল। লোভী হোটেল মালিক টাকার লোভে নাসির গাজীর টাকাটা ঘুরে ঘুরে দেখল। এরপর হঠাৎ করে মুসাফির লোকটাকে নিয়ে নাসির গাজী চলে যেতে লাগল। তখন হোটেল ওয়ালা বলল,
- কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? আপনি না মূল্য দিবেন?
- নাসির গাজী তখন বলল, আপনার মূল্য তো দিয়ে দিয়েছি।
- লোকটি বলল, কখন দিলেন? কিভাবে দিলেন?
- নাসির গাজী বলল- মুসাফির যেভাবে তরকারীর ঘ্রাণ শুঁকে শুঁকে রুটি খেয়েছিল, সেভাবে আপনাকে টাকার চক চক চেহারা দেখিয়ে দাম দিয়েছি। এবার তাহলে আসি?
এই বলে মুসাফিরকে নিয়ে নাসির গাজী বেরিয়ে এল। আর হোটেলওয়ালা থ হয়ে চেয়ে রইল।
নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ
- এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
- জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
- মূল্যবান সম্পদ ➜ পড়ুন
- আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
- মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
- ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
- একসাথে দু’জন ➜ পড়ুন
- হতবাক ইহুদি ➜ পড়ুন
- উচিত বিচার ➜ পড়ুন
- তিন টাকার সদাই ➜ পড়ুন
- বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
- ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
- পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
- সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
- চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
- ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
- দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
- সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
- আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
- দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
- অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
- পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
- কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা